মঙ্গলবার | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শহীদদের শ্রদ্ধা জানালো শহীদ পরিবার

শহীদদের শ্রদ্ধা জানালো শহীদ পরিবার

নিজস্ব প্রতিবেদক: শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর নগরীর তালাইমারি ও হাদির মোড় এলাকার শহীদ পরিবার । শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোহা হল সংলগ্ন বদ্ধভুমি স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শহীদদের স্মরণে তারা এক মিনিট নিরাবতা পালন করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করলেও শহীদ পরিবারের জন্য কিছুই করা হয়নি। তবে আগামীতে শহীদ পরিবারের জন্য কিছু করবেন এটাই প্রত্যাশা তাদের।

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি আব্দুস সাত্তার ডলার, শহীদ পরিষদ সন্তান এর সভাপতি মো: নাজিমুদ্দিন শেখ,সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, সদস্য মো: জাহাঙ্গীর হোসেন,মো: মানিক শেখ, মো: শফিকুল ইসলাম ও মো: রকেট হোসেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.