শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারায় নারী আটক

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারায় নারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাথি মারার অভিযোগে রানি (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মহানগরীর গণকপাড়া এলাকায় থাকা হোটেল রহমানিয়ার সামনে এই ঘটনা ঘটে। তবে পুলিশের হাতে আটক রানি ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করেছেন তার স্বজনরা।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে মহানগরীর গণকপাড়া এলাকায় থাকা হোটেল রহমানিয়ার সামনে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বজলুর রহমান যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। তার পাশেই ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন ব্যারিকেড দিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চালাচ্ছিলেন।

এ সময় রিকশা যাত্রী হিসেবে থাকা রানি ওই পথ দিয়ে যাওয়ার জন্য পুলিশের দেওয়া ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন। তখন কনস্টেবল বজলুর রহমান তাকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী তর্কে জড়িয়ে পড়েন কনস্টেবল বজলুর সঙ্গে। একপর্যায়ে রানি রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানাকে জানালে পুলিশ গিয়ে রানিকে আটক করে থানায়ে আনে।

ওসি হুমায়ুন কবির আরও জানান, ওই নারীর স্বজনরা দাবি করছেন, রানি মানসিকভাবে অসুস্থ। তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের এমন দাবির কারণে তাদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে। না আনতে পারলে রানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.