শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় নগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও উপশাখা প্রাঙ্গণে গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন বাংলাদেশ পুলিশ উত্তম কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে, কমিউনিটি ব্যাংক দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য শৃঙ্খলা, পরিসেবার ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রদর্শন করবে। তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংকিং সেবা দিয়ে অদূর ভবিষ্যতে সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক হয়ে উঠবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন গ্রাহক সেবাদানের মাধ্যমে আস্থা, নিরাপত্তা ও প্রগতি এই তিনটি সুনিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতায় এই উপশাখাটি দ্রুত শাখায় পরিণত হবে।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল খালেক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ, র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহারিয়ার, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মাইনুল কবির, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ডাবলু সরকার ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ গ্রাহক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.