সোমবার | ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুননেসা তালুকদার এঁর স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্বরণ সভা

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুননেসা তালুকদার এঁর স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্বরণ সভা

নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া পদকে অভিষিক্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুননেসা তালুকদার এঁর স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্বরণ সভা অনুষ্ঠত হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) রিকেলে রাজশাহী এসোসিয়েশনের সেমিনার কক্ষে এ শ্রদ্ধাঞ্জলি ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন আকবারুল হাসান মিল্লাত। আর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকার, রাজশাহী মহানগরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জী ও রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহামুদ হাসান ফয়সালা।

এসময় বক্তারা অধ্যাপক জিনাতুননেসা তালুকদারের মুক্তিযুদ্ধ কালীন সময় ও রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে তার সৃতিচারণ করেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.