নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধারা ।
আজ সকালে রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা, আব্দুল মান্নানের সভাপতিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) অধ্যাপক শামসুল আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধ এ্যাডভোকেট সাইদুল ইসলামসহ রাজশাহীর জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সন্তানরা।
এর আগে মহানগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য পতাকা মিছিল বের করা হয়। পতাকা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।