শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর গৌরহাঙ্গা রেলগেট ও আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজশাহীর গৌরহাঙ্গা রেলগেট ও আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে।
বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে তিনজন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলের মধ্য থেকে বিএনপির নেতাকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন আহত হন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মহানগরীর গৌরহাঙ্গা রেলগেটে এলাকায় ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সদস্যদের উপস্থিতি টের তারা পালিয়ে যায়। তবে পালানোর সময় সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। জনগণের জানমালের নিরাপত্তা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থানরত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায়। বোমা বিস্ফোরণের ঘটনায় আদালত চত্বরে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশে রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে বাড়ানো হয় পুলিশ ও গোয়েন্দা নজরদারি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের গাড়ি লক্ষ্য করে হাত বোমা ছুঁড়া হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয় নি। পরে বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে পুলিশ তদন্ত শুরু করে এবং সেখান থেকে হাত বোমার খোসা ও স্প্রীন্টার উদ্ধার করে।

 


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.