নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য সাদরুল ইসলাম, সম্পাদকমণ্ডলির সদস্য আইনজীবী আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, মহানগর যুবমৈত্রীর সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের বর্ষিয়ান রাজনীতিক ফজলে হোসেন বাদশা (২০০৮-২৩) টানা তিন মেয়াদে রাজশাহী-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিন মেয়াদেই তিনি ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করেছেন। আগামী নির্বাচনেও তিনি জোটগতভাবেই লড়াই করতে চান।
পরে মনোনয়নপত্র জমা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।