শুক্রবার | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
বিক্রির জন্য জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি পিস্তল ও গুলি

বিক্রির জন্য জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি পিস্তল ও গুলি

নিজস্ব প্রতিবেদক: বিক্রির জন্য জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল বিদেশি পিস্তল ও গুলি। এক অস্ত্র কারবারিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে একজনকে এই ঘটনায় আটক করা গেলেও র‌্যাবের অভিযানের খবরে বাকি চারজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

র‌্যাবের হাতে আটক অস্ত্র কারবারির নাম- রায়হাতুল সালমান রাজ (২০)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকা থেকে রাজকে আটক করে।

তিনি ওই এলাকায় থাকা মেসার্স এনবি ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় মাইনুল ইসলাম (৩২), মো. জনি (৩৬), আইয়ুব আলী (৫০) ও রফিকুল ইসলাম (৫৫) নামের আরও চার যুবকক সেখান থেকে পালিয়ে যায়।

আটকের পর রাজ র‌্যাবকে জানিয়েছেন- পলাতক যুবকদের সহযোগিতায় তিনি রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছড়া পলাতক চারজনসহ এই পাঁচজনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের কারা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.