নিজস্ব প্রতিবেদক:রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
শনিবার দুপুর দুইটায় পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বেলপুকর থানার ওসি মামুনুর রশিদ জানান, টিসিবির পন্যবাহি রাজশাহী থেকে পুঠিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে এক অটোরিকশা যাত্রী নিহত ও ৫ জন আহত হন। আহতদের উদ্ধার রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী ইনসাব আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী (৩৮), তার বোন পারভীন (৩৫), পারভিনের মেয়ে কলেজছাত্রী শারমিন (১৭) ও অটোরিকশা চালক মোকলেস আলী (৪৫)। নিহত অটোরিকশা যাত্রীদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামে। আইয়ুব আলীর চিকিৎসার জন্য তারা চারজন রাজশাহী যাচ্ছিলেন। আর অটোরিকশা চালক মোকলেসের বাড়ি গুরুদাসপুরের মকিমপুর গ্রামে।
এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত ট্রাকের হেলপার হৃদয় (১৯) নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি কাটাখালি সিটি গেট এলাকায়।