শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

নগরীর রেলওয়ে ভাংড়ি পট্টি হতে ভদ্রা স্মৃতি অম্লান চত্বর, ভদ্রা ১নং রোড, কাদিরগঞ্জ গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর, ঘোষপাড়া মোড়, মেডিকেল গেট, বিভাগীয় গণগ্রন্থাগার, লক্ষ্মীপুর মোড়, ঐতিহ্যচত্বর পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। উল্লেখ্য, অভিযানে জব্দকৃত বিভিন্ন মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.