শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান
রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার এক

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ০২ কেজি হেরোইনসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ী দিয়াড়মানিকচক নামক এলাকায় অপারেশন চালিয়ে ২ কেজি হেরোইনসহ আসামী আব্দুল হালিম ওরফে ডালিমকে গ্রেফতার কার হয়। ডালিম গোদাগাড়ী চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের সুরত আলীর ছেলে।

 

র‌্যার জানায়, মাদক ব্যবসায়ী ডালিম নিজ বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে মাদক ব্যবসায়ী ডালিমের বসত বাড়ীতে পায়ে হেটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টার সময় র‌্যাবের টিম ০১জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

 

পরবতীতে আসামীর বসতবাড়ী তল্লাশীকরে দোচালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করে।

আসামী জানায়, সে এবং পলাতক আসামী দুই জন মিলে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.