রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
সাইবার নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষনিক সতর্ক থাকতে হবে: বিভাগীয় কমিশনার

সাইবার নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষনিক সতর্ক থাকতে হবে: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশের জন্য সাইবার নিরাপত্তাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সাইবার নিরাপত্তার জন্য আমাদের ধারাবাহিকভাবে হালনাগাদ থাকতে হবে। সাইবার নিরাপত্তার হুমকি কখনও শেষ হবেনা, একটি হুমকি ধ্বংস করলে আরেকটি নতুন হুমকি চলে আসবে।

শুক্রবার সকালে (১০ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এ সেমিনার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, একজন ব্যক্তির ছোট একটা ভুলের জন্য বাংলাদেশ ব্যাংকের আটশত কোটি টাকা চুরি হয়ে গেছে। আমরা যারা সিস্টেম ব্যবহার করি তাদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো দরকার। তিনি অনলাইন যোগাযোগ ও লেনদেনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যের ওয়াইফাই এ যুক্ত না হওয়া, মোবাইল সিম ক্রয়ের সময় এজেন্ট যেন ডুপ্লিকেট ফিঙ্গার প্রিন্ট না রাখতে পারে- এসব দিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি যেকোনো ধরনের সাইবার ইনসিডেন্ট হলে তাৎক্ষণিকভাবে সিস্টেম উদ্ধারের জন্য বিজিডি ইসার্টে রিপোর্ট ও মামলা করার জন্য পুলিশের কাছে রিপোর্ট করার পরামর্শ দেন।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। মূল প্রবন্ধে মহাপরিচালক সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর বিভিন্ন দিক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের ক্ষেত্র এবং ডিজিটাল নিরাপত্তার জন্য উত্তম চর্চাসমূহ তুলে ধরেন।
পরে কিশোরীদের সাইবার বুলিংয়ের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.