শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
বিস্ফোরক মামলায় কারাগারে ডা. ফাতেমা

বিস্ফোরক মামলায় কারাগারে ডা. ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে শাহ মখদুম থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চলতি বছরের মে মাসে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে এ চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডা. ফাতেমা রাজশাহী অঞ্চলের প্রখ্যাত গাইনি চিকিৎসক ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যাপক। তবে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জামায়াত-শিবিরকে অর্থায়নেরও অভিযোগ রয়েছে। রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামের হাসপাতালটির মালিকও তিনি।

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রামের বাড়ি থেকে ডা. ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও শাহ মখদুম থানা পুলিশ। গত রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জামায়াত-শিবিরকে আর্থিক সহায়তার কথা স্বীকার করেন।

এরপর গত ২৩ মে শাহ মখদুম থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকার বাড়িতে জামায়াতের গোপন বৈঠকের খবরে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে তিনি জামায়াতের সাংগঠনিক তহবিলে বিপুল পরিমাণ অর্থ জোগান দেন বলে অভিযোগ ছিল। থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতাও মিলেছে।

এদিকে রাজশাহীর বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকী রাজশাহী মেডিকেল কলেজের প্রসূতি ও গাইনি বিভাগের অধ্যাপক ছিলেন। তবে তিনি সরকারি চাকরি ছাড়েন বেশ কয়েক বছর আগেই।

আর সেই সময় থেকেই তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে অধ্যাপনা শুরু করেন। এর পাশাপাশি ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। এছাড়া তিনি মহানগরীর লক্ষ্মীপুরে থাকা মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালের মালিক।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.