নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। ‘‘পুলিশ জনতার ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যে নিয়ে শনিবার (০৪ নভেম্বর) দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী পুলিশ লাইন্সে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে আরএমপি ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালির আগে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক ও কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজুল আলম বেন্টু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক।
পরে আরএমপি কমিউনিটি পুলিশিংয়ের থানা ইউনিটের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।