নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ এর ৪২ তম ব্যাচের শিক্ষার্থী যৌন ও চমরোগ বিশেষজ্ঞ ডা.গোলাম কাজেম আলী আহমেদকে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ রাজশাহী শাখা।
আজ ( ০৪ নভেম্বর) সকাল ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।অবস্থান কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সর্বস্তরের প্রায় শতাধিক চিকিৎসক অংশ নেয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন,স্বনামধন্য চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ হত্যাকাণ্ডের ছয় দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ অবস্থায় সকল চিকিৎসকরা সবসময় অনিরাপদে রয়েছে। চিকিৎসকরা সন্ধ্যাকালীন প্র্যাকটিস সংক্ষিপ্ত করে বাসায় যাচ্ছে।তারা বলেন, দ্রুত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন চিকিৎসকরা। গত ২৯ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে রাজশাহীর বর্ণালীর মোড়ে দুত্তদের ছুরিকাঘাতের নিহত হয় ডাঃ কাজেম আলী আহমেদ। এর পরে থেকে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএমএ চিকিৎসকরা।