নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী এই পুজোর আজ দ্বিতীয় দিনে সকালে দেবীর মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। পুজোর পর উপবাসী ভক্তরা দেবী দুর্গাকে অঞ্জলী প্রদান এবং আয়োজকরা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে। দুর্গাপূজা উপলক্ষে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ।
এদিকে আজ সকালে প্রেস বিফিং এ র্যাব ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান দুর্গাপূজা উপলক্ষে প্রায় সাড়ে ৩শ র্যাব সদস্য মোতায়েন রয়েছে । পূজা মণ্ডপ সহ গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার জন্য বোম ডিসপোজাল ইউনিট, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।
রাজশাহী মহানগরীতে ৭৯টি সহএবং জেলায় মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। ঝুকিপূর্ণ মন্ডপ সহ সকল মন্ডপ ও মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক। তিনি বলেন বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।
পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোটকে চড়ে মর্ত্যলোকে এসেছেন। ভক্তদের কাছে পূজো নিয়ে ঘোটকে চড়ে পুনরায় কৌলাশে ফিরে যাবেন।