শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পবায় দুর্গাপূজা উপলক্ষে এমপি আয়েন এর উপহার সামগ্রী বিতরণ

পবায় দুর্গাপূজা উপলক্ষে এমপি আয়েন এর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদন: হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী পবা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-৩ (পবা-মোনহপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে নওহাটা কালিমাতা শশ্নানঘাট মন্দির চত্বরে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও পবা উপজেলা পূজা উদযাপন কমেটির সভাপতি শ্রী সমর কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, এডিশনাল পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম, উপ-কমিশনার নূর আলম সিদ্দিকী, পবা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমেদ, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, নওহাটা পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভূলু প্রমুখ। উল্লেখ্য নওহাটা পৌরসভায় ১১টি এবং পবা উপজেলায় ২১ টি মন্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.