বুধবার | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী

‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নয় দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী পরিষদ।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদিবাসী নেতাকর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সরকারের কাছে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ মোট নয় দফা দাবি জানান।

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে- আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, সরকারি চাকরিতে কোটা নিশ্চিত, উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করা, ছিন্নমূল আদিবাসীদের পুনর্বাসন।

দাবিগুলোর বিষয়ে নেতারা প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি পাঠাবেন বলেও জানান।

আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াসহ আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.