শনিবার | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ইউসেপ রাজশাহী অঞ্চলে গ্রীন এম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান মারা গেছেন গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী রাজশাহীতে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় জীবন গ্রেপ্তার ড. ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয়: সালাহউদ্দিন অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস? সাবধান! অজান্তে কোন মারণ রোগের দিকে এগোচ্ছেন জানলে আঁতকে উঠবেন শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা দ. আফ্রিকার স্বর্ণখনিতে আটকা পড়েছেন ২৮৯ শ্রমিক, উদ্ধার অভিযান চলছে বিএনপি ক্ষমতায় গেলে শহীদ ও আহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার উদ্বোধনের অপেক্ষায়
কোনো ষড়যন্ত্রকে ভয় পাই না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্রকে ভয় পাই না : প্রধানমন্ত্রী

প্রবাহ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সব সময় থাকে। এসব আমি ভয় পাই না। গুলি, গ্রেনেড, বোমা সবই তো মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ মানুষকে যে কাজ দেন সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে রক্ষা করেন। দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি এটাই বড় পাওয়া।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এখান থেকে বারবার নির্বাচিত হয়েছি। সবাই তো যার যার নিজের এলাকা দেখে, কিন্তু আমাকে তো ৩০০ আসন ও ১৭ কোটি মানুষকে দেখতে হয়। আমার সৌভাগ্য এখানেই যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী আমাকে ভোট দেয়। আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। ফলে আমি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, আমার মা-বাবা-ভাই নেই। কিন্তু আমার সবই আছে। আমি পেয়েছি বিশাল আওয়ামী লীগ সংগঠন। আমি পেয়েছি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াসহ সারা দেশের মানুষ। এরাই আমার পরিবার, আমার আপনজন। আপনজন পাশে না থাকলে আসলে কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। আজকে যতটুকু অর্জন করতে পেরেছি সেই অবদান কিন্তু কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর। এরা আমাকে সব সময় পাশে থেকে সমর্থন করেছে। কাজেই তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সামনে নির্বাচন।

মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

এর আগে আজ বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি থেকে প্রটোকল ভেঙে আধা কিলোমিটার হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.