শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরকজয়ন্তী উদযাপন

রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরকজয়ন্তী উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হীরকজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এই উপলক্ষ্যে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শুরুর আগে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীম যথাক্রমে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও বিভাগের পতাকা উত্তোলন করেন। সেখানে জাতীয় সংগীত পরিবেশন ও বিভাগের ছয় দশক পূর্তির স্মারক ছয়টি পায়রা ও বেলুন-ফেস্টুন উড়ানো হয়।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.