শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুর্টি ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারবেন রাজশাহী সিটি

স্কুর্টি ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারবেন রাজশাহী সিটি

নিজস্ব প্রতিবেদক: গ্রীন সিটি, ক্লিনসিটি ঘুরে দেখতে রাজশাহীতে চালু হয়েছে স্কুর্টি সার্ভিস। আনুষ্ঠানিক ভাবে রাজশাহীতে ভাড়ায় চালিত ইলেকট্রিক স্কুটি সার্ভিস স্কুটের যাত্রা শুরু হয়েছে। গত (২১ আগস্ট) সোমবার রাজশাহীর বিভাগীয় কমিশনার ড: হুমায়ুন কবির এবং স্কুটের চেয়ারম্যানের উপস্থিতিতে রাজশাহীতে স্কুটের শুভ উদ্বোধন করা হয়।

ঘন্টায় ১২০ টাকা (প্রতি মিনিট ২ টাকা হারে) স্কুটি সার্ভিস শুধুমাত্র রাজশাহী শহরে ব্যবহার করতে পারবেন। স্কুটি তাদের সার্ভিসটি ভদ্রার মোড় থেকে দিচ্ছে। তবে স্কুর্টি ভাড়া নেয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তাদের শর্ত গুলি পুরণ করলে তবেই তাকে স্কুর্টি ভাড়া দেয়া হবে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.