নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা পিছিয়ে দেওয়া ও পূর্ণ মার্ক ৫০ করাসহ কয়েক দফা দাবিতে রাজশাহীতে
দ্বিতীয় দিনের মত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, ২০২২ সালের শিক্ষার্থীরা আড়াই বছর সময় পেয়েছিল। কিন্তু ২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী আমরা, আমাদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর সময়। এমনকি পূর্ণ মার্ক তাদের ৫০ দেয়া হলেও আমাদের তা দেয়া হচ্ছে না। এছাড়াও আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হয়েছে। আমরা দ্রুত সময় এসব বিষয়ের সমাধান চাই। তা না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।