নিজস্ব প্রতিবেদক: মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।এ বিষয়ে পুলিশের কোন ধরণের গাফেলতি থাকবে না।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী নবনিযুক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন,রাজশাহীতে কৃষি জমি বিন্ষ্টর একটি প্রক্রিয়া চলছে। হাইকোটের নির্দেশনা রয়েছে কোন ভাবে কৃষি জমি নষ্ট করা যাবে না। আমরা সেই বিষয়টি বিবেচনার সাপেক্ষে জেলা প্রশাসকের সাথে কথা বলে সুষ্ঠ ব্যবস্থাপনায় নিয়ে আসার চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, আবু সালেহ মোঃ আশরাফুল আলম সহ পুলিশ সুপার কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা।