শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
স্টুডেন্ট কানেক্ট এর আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টুডেন্ট কানেক্ট এর আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হোটেল এক্সে আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্টেুডেন্ট কানেক্ট এর আয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ সহ আরো কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একশ’র বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক পরামর্শ নিতে আসে।

উক্ত পরামর্শ কার্যক্রমে আসা শিক্ষার্থীরা বলেন, এই কার্যক্রম সত্যি সমসাময়িক । এতে করে আমাদের মতো হাজারও শিক্ষার্থীরা দেশের বাইরে কিভাবে কোন পদ্ধতিতে পড়াশোনা করবে এবং এর কি কি প্রক্রিয়া রয়েছে সেটি বুঝতে পারে। এটি সত্যি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের প্রত্যাশা এমন আয়োজন যেন প্রায় সময় হয় । তাহলে শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবে খুব সহজে ঝামেলা ছাড়াই।

শিক্ষাকার্যক্রম ও সাধারণ শিক্ষার্থীর ক্যারিয়ার গঠন ও উচ্চ শিক্ষার সুযোগ করার জন্য স্টুডেন্ট কানেক্ট এই ভিন্নধর্মী আয়োজন করেন। এই পরামর্শ আয়োজনে প্রায় একশতর বেশি শিক্ষার্থীরা আসেন এবং পরামর্শ নেন।

এই বিষয় নিয়ে স্টুডেন্ট কানেক্ট এর পরিচালক বলেন, আমাদের এই কার্যক্রম মূলত দেশের ও দেশের বাইরে অনেক জায়গায় চলমান রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা মান ও ক্যারিয়ার গঠনের জন্যই মূলত আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। যেন তাদের দেশের বাইরে সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করতে সহজ হয়।

আমরা ইংরেজি শিক্ষা ও আইইএলটিএস সহ প্রায় আটটি কার্যক্রম সুনামের সাথে চালিয়ে যাচ্ছি। এবারে রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুবিধা নিয়ে আমারা এসেছি। তাই রাজশাহীর সকল শিক্ষার্থীদের কাছে আহবান আপনারা এসে আমাদের কার্যক্রম গুলো দেখে যান ও আপনার ক্যারিয়ার গঠনের পথ খুঁজে নেন।

ক্যারিয়ার গঠন ও উচ্চ শিক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কানেক্ট খুব গুরুত্ববহন করে এমনি বলেন এখানে আসা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.