মঙ্গলবার | ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
স্টুডেন্ট কানেক্ট এর আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টুডেন্ট কানেক্ট এর আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হোটেল এক্সে আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্টেুডেন্ট কানেক্ট এর আয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ সহ আরো কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একশ’র বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক পরামর্শ নিতে আসে।

উক্ত পরামর্শ কার্যক্রমে আসা শিক্ষার্থীরা বলেন, এই কার্যক্রম সত্যি সমসাময়িক । এতে করে আমাদের মতো হাজারও শিক্ষার্থীরা দেশের বাইরে কিভাবে কোন পদ্ধতিতে পড়াশোনা করবে এবং এর কি কি প্রক্রিয়া রয়েছে সেটি বুঝতে পারে। এটি সত্যি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের প্রত্যাশা এমন আয়োজন যেন প্রায় সময় হয় । তাহলে শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবে খুব সহজে ঝামেলা ছাড়াই।

শিক্ষাকার্যক্রম ও সাধারণ শিক্ষার্থীর ক্যারিয়ার গঠন ও উচ্চ শিক্ষার সুযোগ করার জন্য স্টুডেন্ট কানেক্ট এই ভিন্নধর্মী আয়োজন করেন। এই পরামর্শ আয়োজনে প্রায় একশতর বেশি শিক্ষার্থীরা আসেন এবং পরামর্শ নেন।

এই বিষয় নিয়ে স্টুডেন্ট কানেক্ট এর পরিচালক বলেন, আমাদের এই কার্যক্রম মূলত দেশের ও দেশের বাইরে অনেক জায়গায় চলমান রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা মান ও ক্যারিয়ার গঠনের জন্যই মূলত আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। যেন তাদের দেশের বাইরে সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করতে সহজ হয়।

আমরা ইংরেজি শিক্ষা ও আইইএলটিএস সহ প্রায় আটটি কার্যক্রম সুনামের সাথে চালিয়ে যাচ্ছি। এবারে রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুবিধা নিয়ে আমারা এসেছি। তাই রাজশাহীর সকল শিক্ষার্থীদের কাছে আহবান আপনারা এসে আমাদের কার্যক্রম গুলো দেখে যান ও আপনার ক্যারিয়ার গঠনের পথ খুঁজে নেন।

ক্যারিয়ার গঠন ও উচ্চ শিক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কানেক্ট খুব গুরুত্ববহন করে এমনি বলেন এখানে আসা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.