বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেবদাস ও হাম দিল দে চুকে সনম সিনেমার শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’

দেবদাস ও হাম দিল দে চুকে সনম সিনেমার শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’

প্রবাহ ডেস্ক: বলিউডের প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাই আত্মহত্যা করেছেন। মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত করজাতে নিজের স্টুডিও থেকে আজ বুধবার সাকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

নীতিন মূলত মারাঠি ও হিন্দি সিনেমায় কাজ করতেন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লাগান’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সিনেমায়। এ ছাড়া তার করা অন্যতম সেরা কাজের মধ্যে আছে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম, আকেলে হাম’ ইত্যাদি।

নীতিন চন্দ্রকান্ত দেশাই শিল্প নির্দেশনার জন্য তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

নীতিন ভারতীয় সিনেমাজগতে শিল্প নির্দেশনার পাশাপাশি প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন। তিনি আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালি প্রমুখ পরিচালকের সঙ্গে কাজ করেছেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.