মঙ্গলবার | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ নারী গ্রেফতার

র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গাঁজা গাছের চাষ করার অপরাধে মুনজুরা খাতুন (৩৩) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

বুধবার (০২ আগস্ট) সকালে ওই নারীকে চারঘাট থানায় গাঁজা গাছসহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে র‌্যাব-৫ এর এ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মুনজুরা বসত বাড়ির সামনে ১২ ফুট উচ্চতা বিশিষ্ট প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার কর হয়। জিজ্ঞাবাসাবাদে সে একজন গাঁজা ব্যাবসায়ী বলে স্বীকারও করেন। তারপর তাকে গাছসহ চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চারঘাট থানা পুলিশ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.