শুক্রবার | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় সমিতি প্রধানদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। ’বনজ-ফলজ-ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি’ এই প্রতিপাদ্য বিষয় এবং ‘গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এই স্লোগনকে সামনে রেখে বৃহস্পতিবার ( ২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গ্রামীণ ব্যাংক কাটাখালী পবা শাখা রাজশাহীর মাধ্যমে এই গাছের চারা বিতরণ করা হয়।

গাছ চারা বিতরণের পূর্বে গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগি সমিতির প্রধান ও সদস্যদের সাথে অত্র প্রতিষ্ঠানের হলরুমে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনাল অফিস এর প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দীন সিদ্দীকি, গ্রামীণ ব্যাংক কাটাখালী পবা শাখার শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, সেকেন্ড ম্যানেজার আকতারুজ্জামান ও প্রশিক্ষণার্থী শাখা ব্যবস্থাপক মাসুদ রানাসহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সমিতির প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

শাখা ম্যানেজার বলেন, গ্রামীণ ব্যাংকের এই শাখার তেয়াত্তরটি কেন্দ্রের তেয়াত্তর জন কেন্দ্র প্রধানের হাতে মোট ১০ হাজার বনজ ও ফলজ গাছের চারা তুলে দেয়া হয়। এই শাখার মাধ্যমে এবারে ৭০ হাজার গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান তিনি।

প্রধান অতিথি প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দীন সিদ্দীকি বলেন, গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম মজিদ এর নির্দেশনায় সারা বাংলাদেশে এই মৌসুমের ১০ কোটি গাছের চারা রোপন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সারা দেশে এক কোটি সদস্যর মধ্যে এই গাছেল চারা বিতরণ করা হবে। সপ্তাহব্যাপি চলমান কার্যক্রমে রাজশাহী এরিয়ার ৮২ ব্রাঞ্চে মোট ৩ লক্ষ ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.