শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা রাজশাহীর সূর্যসন্তানদের স্মৃতি সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা রাজশাহীর সূর্যসন্তানদের স্মৃতি সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৩য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৫ টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় এন্ড্রু কিশোরের নামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠাসহ যাঁরা রাজশাহী অঞ্চলকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন তাঁদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

শাহ্ মখদুমের পূণ্যভূমিতে অনেকে সূর্যসন্তান জন্মগ্রহণ করেছেন। যাঁদের জীবনসংগ্রাম, আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁদের নামে নগরীর গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ এখন সময়ের দাবি। এ ব্যাপারে আমরা সারাদেশকে পথ দেখাতে চাই। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তোলার হবে বলে জানান বক্তারা।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাব সদস্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, দৈনিক বাংলাদেশ সমাচারের আল আমিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ মাজেদ, রাতুল সরকার, সাগর নোমানি, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, ফুটপাত ব্যবসায়ী সমিতির নেতা আইয়ুব আলী তালুকদার প্রমুখ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.