বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে স্মরণকালের বৃহত্তম গাঁজার চালান আটক, গ্রেপ্তার ২

রাজশাহীতে স্মরণকালের বৃহত্তম গাঁজার চালান আটক, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলায় স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছে জেলা ডিবি পুলিশ। দেশের অন্যতম বৃহৎ হেরোইনের চালান আটকের রেশ না কাটতেই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান ট্রাকসহ আটক করেছে।

মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বারেরর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, ইন্সপেক্টর আতিক, এসআই নাসিমদের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারায় আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৯০৭৩) আটক করে তল্লাসি চালায় ডিবি পুলিশ। এসময় ৫৬ কেজি গাঁজাসহ দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বাগমারা উপজেলার বুরজোতকোর গ্রামের ট্রাকের মালিক কাম চালক জেকেরের ছেলে জিল্লুর রহমান @ মমিন (২৫) ও আব্দুল মজিদের ছেলে বানাইপুর গ্রামের তুষার ইসলাম রবিউল (১৮)।

গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের কছে স্বীকার করে যে, আসন্ন ঈদে বাগমারা এবং সংলগ্ন এলাকায় ব্যবহারের উদ্দেশ্যে এ গাঁজা আনা হচ্ছিল৷ এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ডিবি পুলিশের৷ রাজশাহী জেলায় মাদক নির্মুল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.