বুধবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
`অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
গোদাগাড়ীতে দোকান ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

গোদাগাড়ীতে দোকান ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাউটিয়া নারায়ণপুরে গ্রামে জোরপূর্বক রাস্তা নেওয়ার দাবিতে দোকান ঘর ভাঙচুর করে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ জুন দুপুর ৩ টার দিকে বাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয় গোদাগাড়ী থানায় গত ১৯ জুন রাতে অভিযোগ দিয়েও আজ পর্যন্ত কোন প্রতিকার পাচ্ছে না বলে গত ২৫ জুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গোদাগাড়ী বাউটিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ওমর আলী মাষ্টার (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোদাগাড়ি উপজেলার বাউটিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ওমর আলী মাষ্টার (৬০) এর স্ত্রী মোনা সুরাইয়া বেগম (৫৫) নামে গোদাগাড়ী উপজেলার বাউটিয়া মৌজার, জেএল নং:-৭৩, আরএস খতিয়ান নং:-১৫৭, মোট জমির পরিমান  ৪৬.৭৫ শতক জমি প্রায় ৪৬ বছর পূর্বে ক্রয় করে। বর্তমানে ওই জমিতে দোকান ঘর (মার্কেট) নির্মাণ করেছে ওমর আলী মাস্টার। প্রতিপক্ষ ভুমিদস্যু চাপাইনবাবগঞ্জ সদর বানকুইপুর গ্রামের মৃত এসতুল মন্ডলের ছেলে আবু সাঈদ ভাড়াটিয়া লোকজন নিয়ে ওমর মাস্টারের স্ত্রীর নামে ক্রয় করা জমিতে ইট দিয়ে দোকান ঘর নির্মানের পর থেকে দোকান ঘর ভেঙ্গে জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ও অত্যাচার শুরু করে। সাম্প্রতিক গত ১৯ জুন দুপুর ৩ টার দিকে হটাৎ আবু সাঈদ ভাড়াটিয়া প্রায় ২০ থেকে ৩০ জন লোকসহ দেশী অস্ত্র, লাঠি, লোহার রড, লোহার শাবল, হাতুড়ি, হেমার নিয়ে জোরপূর্বক ওমর মাস্টারের নির্মানকৃত দোকান ঘর (মার্কেট) এর পশ্চিম পাশের ওয়াল, ছাদ এবং দোকান ঘরের শার্টার ভাঙ্গচুর করে।

এসময় ওমর মাস্টার তাদের বাধা নিষেধ করলে তাকে প্রতিপক্ষ ভুমিদস্যু সাঈদের ভাড়াটিয়া লোকজন ধরে জোর জবস্থি করে ধাক্কা ধাক্কি করে লাঞ্চিত করে ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাকে হুমকি দিয়ে সাঈদ ওমর মাস্টার কে বলে, বেশি বাড়-বাড়ি করলে গুলি করে মেরে ফেলবো। এসময় পরিস্থিতি খারাপ দেখে তার নিরাপত্তার জন্য ৯৯৯ এ ফোন করেও কোন পুলিশি সহায়তা পাইনি বলে অভিযোগ করে তিনি । পরে রাতে গোদাগাড়ী থানায় গিয়ে হামলাকারিদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ওমর মাস্টার। তবে এখন পর্যন্ত কোন আইনগত সহায়তা পাইনি বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ বিষয় সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা। স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখেন তার সঙ্গে কতবার সমাধান করার চেষ্টা করেছি।

এ বিষয় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এস আই আলতাফকে দায়িত্ব দেওয়া হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.