বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে দোকান ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

গোদাগাড়ীতে দোকান ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাউটিয়া নারায়ণপুরে গ্রামে জোরপূর্বক রাস্তা নেওয়ার দাবিতে দোকান ঘর ভাঙচুর করে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ জুন দুপুর ৩ টার দিকে বাউটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয় গোদাগাড়ী থানায় গত ১৯ জুন রাতে অভিযোগ দিয়েও আজ পর্যন্ত কোন প্রতিকার পাচ্ছে না বলে গত ২৫ জুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী গোদাগাড়ী বাউটিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ওমর আলী মাষ্টার (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোদাগাড়ি উপজেলার বাউটিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে ওমর আলী মাষ্টার (৬০) এর স্ত্রী মোনা সুরাইয়া বেগম (৫৫) নামে গোদাগাড়ী উপজেলার বাউটিয়া মৌজার, জেএল নং:-৭৩, আরএস খতিয়ান নং:-১৫৭, মোট জমির পরিমান  ৪৬.৭৫ শতক জমি প্রায় ৪৬ বছর পূর্বে ক্রয় করে। বর্তমানে ওই জমিতে দোকান ঘর (মার্কেট) নির্মাণ করেছে ওমর আলী মাস্টার। প্রতিপক্ষ ভুমিদস্যু চাপাইনবাবগঞ্জ সদর বানকুইপুর গ্রামের মৃত এসতুল মন্ডলের ছেলে আবু সাঈদ ভাড়াটিয়া লোকজন নিয়ে ওমর মাস্টারের স্ত্রীর নামে ক্রয় করা জমিতে ইট দিয়ে দোকান ঘর নির্মানের পর থেকে দোকান ঘর ভেঙ্গে জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ও অত্যাচার শুরু করে। সাম্প্রতিক গত ১৯ জুন দুপুর ৩ টার দিকে হটাৎ আবু সাঈদ ভাড়াটিয়া প্রায় ২০ থেকে ৩০ জন লোকসহ দেশী অস্ত্র, লাঠি, লোহার রড, লোহার শাবল, হাতুড়ি, হেমার নিয়ে জোরপূর্বক ওমর মাস্টারের নির্মানকৃত দোকান ঘর (মার্কেট) এর পশ্চিম পাশের ওয়াল, ছাদ এবং দোকান ঘরের শার্টার ভাঙ্গচুর করে।

এসময় ওমর মাস্টার তাদের বাধা নিষেধ করলে তাকে প্রতিপক্ষ ভুমিদস্যু সাঈদের ভাড়াটিয়া লোকজন ধরে জোর জবস্থি করে ধাক্কা ধাক্কি করে লাঞ্চিত করে ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাকে হুমকি দিয়ে সাঈদ ওমর মাস্টার কে বলে, বেশি বাড়-বাড়ি করলে গুলি করে মেরে ফেলবো। এসময় পরিস্থিতি খারাপ দেখে তার নিরাপত্তার জন্য ৯৯৯ এ ফোন করেও কোন পুলিশি সহায়তা পাইনি বলে অভিযোগ করে তিনি । পরে রাতে গোদাগাড়ী থানায় গিয়ে হামলাকারিদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ওমর মাস্টার। তবে এখন পর্যন্ত কোন আইনগত সহায়তা পাইনি বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ বিষয় সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা। স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখেন তার সঙ্গে কতবার সমাধান করার চেষ্টা করেছি।

এ বিষয় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এস আই আলতাফকে দায়িত্ব দেওয়া হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.