নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা, হুজুরীপাড়া ও দর্শনপাড়া ইউনিয়নে জিআর ও ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে পৃথক পৃথক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব জিআর ও ভিজিএফ বিতরণ করা হয়।
হুজুরীপাড়া ইউনিয়নে পাঁচশ’ জিআর ও ৮০৫ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ট্যাগ অফিসার সুলতানুল ইসলাম, সচিব গোলাম সাকলাইন, ইউপি’র সদস্য শহিদুল হক, নাজমা আক্তার লাভলী, আশরাফুল ইসলাম প্রমুখ।
পারিলা ইউনিয়নে পাঁচশ’ জিআর ও এক হাজার ১৭১ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী মোরশেদ, সচিব নুশরাত জাহান, ইউপি’র সদস্য জাফর আলী, জাবেদ আলী, আবুল কাশেম, রুকসানা বেগম, মমতাজ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শনপাড়া ইউনিয়নে পাঁচশ’ জিআর ও ৪০৪ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ শাহাদত হোসেন সাব্বির, ট্যাগ অফিসার সোহেল রানা, সচিব আব্দুল্লাহ হেল কাফি, ইউপি’র সদস্য আলাউদ্দিন, মাহতাব আলী, মামুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, মেরাজ উদ্দিন, মোজাম্মেল হক, তোফাজ্জুল ইসলাম, রহিদুল ইসলাম, রাসেদা বেগম, ঝরনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।