মঙ্গলবার | ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে ভয়াবহ আগুন শাহজালাল কার্গো ভিলেজে, নিয়ন্ত্রণে ফায়ারের ৩৬ ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির
পবার বিভিন্ন ইউপিতে জিআর ও ভিজিএফ চাল বিতরণ

পবার বিভিন্ন ইউপিতে জিআর ও ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা, হুজুরীপাড়া ও দর্শনপাড়া ইউনিয়নে জিআর ও ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে পৃথক পৃথক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব জিআর ও ভিজিএফ বিতরণ করা হয়।

হুজুরীপাড়া ইউনিয়নে পাঁচশ’ জিআর ও ৮০৫ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ট্যাগ অফিসার সুলতানুল ইসলাম, সচিব গোলাম সাকলাইন, ইউপি’র সদস্য শহিদুল হক, নাজমা আক্তার লাভলী, আশরাফুল ইসলাম প্রমুখ।

পারিলা ইউনিয়নে পাঁচশ’ জিআর ও এক হাজার ১৭১ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী মোরশেদ, সচিব নুশরাত জাহান, ইউপি’র সদস্য জাফর আলী, জাবেদ আলী, আবুল কাশেম, রুকসানা বেগম, মমতাজ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দর্শনপাড়া ইউনিয়নে পাঁচশ’ জিআর ও ৪০৪ জনের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ শাহাদত হোসেন সাব্বির, ট্যাগ অফিসার সোহেল রানা, সচিব আব্দুল্লাহ হেল কাফি, ইউপি’র সদস্য আলাউদ্দিন, মাহতাব আলী, মামুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, মেরাজ উদ্দিন, মোজাম্মেল হক, তোফাজ্জুল ইসলাম, রহিদুল ইসলাম, রাসেদা বেগম, ঝরনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.