নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক “হেলথ টক” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) নগরীর একটি রেস্তোরাঁর সেমিনার কক্ষে রহমান লাইফ সলিউশন এই স্বাস্থ্য কথার আয়োজন করে।
অনুষ্ঠানে রহমান লাইফ সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: আবু সাঈদের সভাপতিত্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রেইনবো চিলড্রেন হাসপাতালেরবিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিকিত মিলিন্দ শাহ, ডা. পূজা সিনহা ও ডা. রায়ান সোহেল কায়সার।
এ সময় অনুষ্ঠানে, ভারতের হায়াদ্রাবাদের রেইনবো চিলড্রেন হাসপাতালে শিশুদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদান করেন উপস্থিত চিকিৎসবৃন্দ।