শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় রাতে ২০ কৃষকের চার শতাধিক আম গাছ কাটলো দুর্বৃত্তরা

বাঘায় রাতে ২০ কৃষকের চার শতাধিক আম গাছ কাটলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় রোববার (১১ ডিসেম্বর) রাতে ২০ জন কৃষকের ৪০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় আবু শামা ও সাধন কুমার প্রামাণিক নামের দুই কৃষক বাদী হয়ে সোমবার সকালে বাঘা থানায় মামলা করেছেন। তবে এজাহারে তারা কারও নাম উল্লেখ করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মাঠে ২০ জন কৃষক ২ থেকে ৫ বছর আগে বিভিন্ন জাতের আম গাছ রোপণ করেন জমিগুলোতে। প্রতিটি গাছে আম ধরা শুরু করেছে। তবে রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে ৪০০টি গাছ কেটে ফেলেছে।

এর আগেও গাছ কাটার ঘটনা ঘটেছে। কারা, কী কারণে গাছগুলো কেটেছে, কেউ কিছু বলতে পারছেন না। বাঘার আম বাগান সমৃদ্ধ এলাকা হাবাসপুর। এ গ্রামের প্রায় সব জমিতে আমগাছ রয়েছে। এমনকি বাড়ির আঙিনায়ও রয়েছে আমগাছ। যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলো অপেক্ষাকৃত নিচু এলাকায় লাগানো হয়েছিল। আগে ওই জমিতে শুধু ধান চাষ করা হতো।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গভীর রাতে কে বা কারা ২০ জন কৃষকের আম বাগানের গাছ কেটে দিয়েছে। এক রাতে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল দুর্বৃত্তরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।

ভুক্তভোগী সাধন কুমার প্রামাণিক বলেন, কারো সঙ্গে শত্রুতা নেই। কারো সঙ্গে সমস্যা নেই। তারপরও কে যে আমাদের গাছগুলো কাটল আমরা জানি না। তিন দিন আগেই এই এলাকার ১৫০টি আমের গাছ কাটে দুর্বৃত্তরা। সকালে হঠাৎ দেখি পুরো মাঠের গাছ কাটা। কেউ কিছু বলতে পারে না। কারা এমন সর্বনাশ করেছে।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে নির্বাচন কেন্দ্রিক সমস্যার কারণে আমার ১৭টি আমের গাছ কাটা পড়েছিল। সেই সময় আমার স্বজনদের প্রায় ১৫০টির বেশি গাছ কাটা পড়ে। গাছের সঙ্গে কেন এতো শত্রুতা আমরা বুঝতে পারছি না।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, লোকমুখে শুনে আমি বাগানে গিয়েছিলাম। ঘটনাটি খুবই মর্মান্তিক। দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.