নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া থানার ২০০২ সালের অপহরণ মামলায় ১৪ বছর কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘ ২১ বছর যাবৎ পলাতক আসামি আতাউর রহমানকে (৪৫) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩। গত বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতাউর রহমান (৪৫) রাজশাহীর পুঠিয়া থানার তারাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায় যে, গ্রেফতার আতাউরের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় গত ১৬/০৫/২০০২ ইং তারিখের একটি অপহরণ মামলা রয়েছে।
মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গ্রেফতার আসামিকে ২০২০ সালে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। মামলার পর থেকেই গ্রেফতার আতাউর দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।