বুধবার | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্ডমালায় ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন করেন এমপি

মুন্ডমালায় ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন করেন এমপি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পৌর চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

মুন্ডুমালা পৌরসভা কর্তৃক আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে পৌর সচিব আবুল হোসেনে উপস্থাপনায অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুণ্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ।

এসময় উপজেলা বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচান্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ দলীয় নেতা-কর্মি পৌর সভার সকল কাউন্সিলরগন ও পৌর কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন মহল্লার উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মুন্ডমালা পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.