নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় হাক্কানী হ্যান্ড টাওয়াল লেখা প্যাকেট থেকে ৪৯.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫।
রোববার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুইটি মোবাইল ফোন ও তিনটি সীম কার্ড উদ্ধার করা হয়।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতার মাদক কারবারিরা হলো- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মৃতঃ সৈয়দ আলীর ছেলে সোহেল রানা (৩২) ও মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে মনির (৩৯)।
র্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার গভীর রাতে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের ওই দল রাত সাড়ে ৩টার দিকে শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে দুইটি বড় কাগজের কাটুন রেখে পালানোর চেষ্টা করে। এসময় আসামি সোহেল রানা ও মনিরকে হাতেনাতে গ্রেফতার করা হয় ও অপর আসামি পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, কুমিল্লার বিভিন্ন ভারতীয় সীমান্ত এলাকা থেকে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ করে বাস ও ট্রেনে করে অভিনব কায়দায় রাজশাহীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। এর আগেও কয়েকবার গাঁজার চালান নিয়ে তারা এসেছিলেন বলেও জানান।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।