রবিবার | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ শুক্রবার থেকে

আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ শুক্রবার থেকে

প্রবাহ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২৩ জুন) থেকে ১১ দিন এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ৪ জুলাই থেকে আন্তঃদেশীয় ট্রেন দুটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন শুধুমাত্র ২৯ জুন বন্ধ থাকবে।

ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

এছাড়া ঈদের আগে ২৪ জুন দিনগত রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.