শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ী বাইপাস সড়কের ওপর অবৈধভাবে নির্মিত মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে পবা উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ রাজশাহী।
আজ সকালে জেলা প্রশাসকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে নগরীর খড়খড়ি মোড়সহ আশপাশের এলাকায় দখলদাররা সড়ক ও জনপদের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল। এতে প্রায়ই সেখানে দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে সম্প্রতি স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী জানান, সড়ক ও জনপদের রাস্তার পাশে ৯০ ফুট জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে অবৈধ দখলদারদের সরে যেতে একাধিক নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরেও অধিকাংশ অবৈধ দখলদাররা তাদের জায়গা ছেড়ে না দেওয়াই সকাল থেকেই অভিযানে নামে সড়ক ও জনপথ অধিদপ্তর। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, খড়খড়ী সড়ক বাজার এলাকায় সরকারের এক ইঞ্চি খাস জমিও ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে দখল থেকে সরকারের সব জমি উদ্ধার করা হবে।’
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগ রাজশাহীর উপ বিভাগীয় প্রকৌশলী শাহ আসিফ, নাহিমুর রহমান, সার্ভেয়ার মিল্লাত হোসেন প্রমুখ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.