বুধবার | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা আ.লীগ সভাপতির পাশে সাংসদ ডা. মনসুর রহমান

দুর্গাপুর উপজেলা আ.লীগ সভাপতির পাশে সাংসদ ডা. মনসুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজকে দেখতে যান সাংসদ ডা. মনসুর রহমান। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের নির্দেশ দেন সাংসদ ডা. মনসুর রহমান। এ সময় সাংসদ ডা. মনসুর রহমানের সাথে সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; হার্ট ও ফুসফুসে সংক্রমণ জনিত কারণে রামেক হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ফিরোজ। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.