শুক্রবার | ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে প্রস্তুত কোরবানির পশুর হাট

রাজশাহীতে প্রস্তুত কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক: সন্নিকটেই ঈদুল আজহা। এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজশাহীর পশুরহাটগুলো। কুরবানির জন্য রাজশাহীতে এবার চার লাখ পশু প্রস্তুত বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। সেই হিসেবে চাহিদার তুলনায় রাজশাহীতে ৭০ হাজারের বেশি কুরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। তবে গবাদি পশুর খাবারের দাম বেশি হওয়ায় বেড়েছে লালন-পালনের খরচ। কুরবানির পশু আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কুরবানিযোগ্য প্রাণীর নিবন্ধন হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৬৪৫টি। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ১ লাখ ১৯ হাজার ২৮৬টি। এছাড়া ছাগল রয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৫৯টি। গত বছর জেলায় ৩ লাখ ২৪ হাজার ৯৭৭টি পশু কুরবানি করা হয়। এবারও এই সংখ্যক কুরবানির পশুর চাহিদা রয়েছে। রাজশাহী জেলাতে ছোট-বড় মিলে এবার ১৬ হাজার ৫৪৫টি খামার ও বিভিন্ন বাসা বাড়িতে এসব কুরবানির পশু লালন-পালন করা হয়েছে।

কুরবানিতে বিক্রির জন্য রাজশাহীর পবা উপজেলার ভালাম এলাকার গরুখামারি সুজাত আলী বলেন, আমার গোয়ালেও পাঁচটি ষাঁড় আছে। ভারত থেকে গরু আমদানি না করা হলে আশা করছি কুরবানিতে ভালো দাম পাব।

রাজশাহীর গবাদি পশুর খাবার বিক্রেতা বাবুল হোসেন গবাদি পশুর খাবারের দাম বেড়েছে। প্রতি মাসে খাবারের দাম বাড়ছে। ভুট্টার আটাপ্রতি কেজি ৩৫ টাকা, চালের গুঁড়া (খুদ) ৪০ থেকে ৪৫ টাকা, অ্যাঙ্কর ভুসি ৬০ টাকা, মসুরের ভুসি ৪৪ টাকা, সরিষার খৈল ৫০ টাকা। এছাড়া ধানের খড় (আউড়) ১২০ থেকে ৩১০ টাকা বোঝা। এ কারণে গরু পালনে খরচ বাড়ছে। রাজশাহীর সবচেয়ে বড় পশুরহাট সিটি হাট। এই হাটের ইজারাদার ফারুক হোসেন ডাবলু বলেন, সিটি পশুরহাট সপ্তাহে রোববার ও বুধবার বসছে। এখনও প্রতিদিন হাট চালু হয়নি। আগামী বুধবার থেকে প্রতিদিন হাট বসবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, রাজশাহীতে চাহিদার তুলনায় কুরবানিযোগ্য পশু বেশি রয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আসন্ন কুরবানির পশুর সঙ্কট হওয়ার কোনো সম্ভাবনা নেই।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.