বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে ভেড়া, হাঁস ও উপকরণ বিতরণ

জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে ভেড়া, হাঁস ও উপকরণ বিতরণ

প্রবাহ ডেস্ক: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনমূল্যে ডেড়া, ডেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

মঙ্গলবার (২০ জুন) মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব প্রমুখ।

অনুস্ঠানে আক্কেলপুর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির সুফলভোগী ৪০ জনকে উন্নত জাতের ২টি করে ভেড়া, ২৭ কেজি দানাদার খাবার, ২টি ডেউটিন, ৪টি আরসিসি পিলার ও ৫টি ম্যাট। আর ৫০ জন সুবিধাভোগীকে ২০টি করে উন্নত জাতের হাঁস ও হাঁস রাখার জন্য ১টি করে টিনের ঘর বিতরণ করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.