শুক্রবার | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী? ৬ সীমান্ত দিয়ে ১০৫ জনকে বিএসএফের পুশইন সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল আরএমপি ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রপ্তার ১ সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৩ রানে পিছিয়ে ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে, ইশরাক আন্দোলন স্থগিত করলেন
জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে ভেড়া, হাঁস ও উপকরণ বিতরণ

জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে ভেড়া, হাঁস ও উপকরণ বিতরণ

প্রবাহ ডেস্ক: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনমূল্যে ডেড়া, ডেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

মঙ্গলবার (২০ জুন) মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব প্রমুখ।

অনুস্ঠানে আক্কেলপুর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির সুফলভোগী ৪০ জনকে উন্নত জাতের ২টি করে ভেড়া, ২৭ কেজি দানাদার খাবার, ২টি ডেউটিন, ৪টি আরসিসি পিলার ও ৫টি ম্যাট। আর ৫০ জন সুবিধাভোগীকে ২০টি করে উন্নত জাতের হাঁস ও হাঁস রাখার জন্য ১টি করে টিনের ঘর বিতরণ করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.