শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বাগমারার তাহেরপুরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ পুকুর খনন, নিরব প্রশাসন

বাগমারার তাহেরপুরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ পুকুর খনন, নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে পুকুর খনন চলছে। বাংলাদেশ সরকারের আইন ভঙ্গকরে এসব পুকুর খনন করছে একটি চক্র। তবে অদৃশ্য কারনে নিরব রয়েছে প্রশাসন  নিরব বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা গেছে, তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাছিয়া পাড়া, ৪ নং ওয়ার্ড হরিফলা ও ৫ নং ওয়ার্ড জামলই গ্রামের মাঝামাঝি যোগার বিলে প্রভাবশালী সার ব্যবসায়ী হাসেম ও তার ছেলে সোহরাব হোসেন সরদার, আইয়্যুব আলী সরদারসহ আরও অনেকেই প্রধামন্ত্রীর নির্দেশ অমান্য করে তিন ফসলি ধানি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন কাজ করছে। জমির মালিকরা তাদের পুকুর খননের বিষয় প্রতিবেদককে জানান, রাতারাতি জোড় করে দখল করে পুকুর খনন করছে দুইটি ভেকু নামিয়ে। অবৈধ পুকুর খনন কারীর এক অংশীদার দম্ভ করে বলেন যুবলীগ নেতাকে বিঘা প্রতি ১ লাখ টাকা চুক্তি দিয়েছি। কেউ পুকুর খনন ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, স্থানীয় ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হলুদ কিছু সাংবাদিকদের ম্যানেজ করার দায়িত্ব ঐ যুবলীগ নেতার। এ কারনে কেউ কিছু বলছে না, পুকুর খননও বন্ধ হচ্ছে না।

এ বিষয় বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এবং এসিল্যান্ড সিটি কর্পোরেশনের ভোটের কারনে রাজশাহীতে আছি। এর পরও অবৈধ পুকুর খনন বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.