নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে তথ্য আপা প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলা বিশ্বনাথপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে বিশেষ উঠান বৈঠক সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী মোসাঃ হালিমা খাতুন ও অহেদুন জান্নাত।
সভায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গ্রামীন সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করে চলেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নে এই তথ্য আপা প্রকল্পটি চলমান রয়েছে। শেখ হাসিনার বার্তা, নারী-পুুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে তথ্য সেবা নারীদের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
আইনি সহায়তা পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, নারীদের উৎপাদিত ও সংগ্রহিত পন্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা সহ বহুবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া সরকারী তথ্য ও সেবা ৩৩৩, জরুরী সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ১৬৪৩০ ফোন করে সেবা পাচ্ছে মানুষ।