নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রচারণায় উত্তাপ বাড়ছেই। শেষ সময়ে মেয়রপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন নৌকার প্রার্থী ও বিশাল মিছিল করে প্রচার করছে। কণ্ঠে কর্মমুখর নগরী গড়ার আশ্বাস। প্রায় একই সুরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও। তবে অদৃশ্য গোলাপ ফুলের প্রার্থী।
শনিবার বিকেল ৪ টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডে কোট স্টেশন সিটি বাইপাস সড়কে হাজার হাজার নারী ও পুরুষ ভোটার দের নিয়ে মেয়র প্রার্থী লিটনের পক্ষে নৌকার মিছিল বের করেন নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর নেতৃত্বে। মিছিল থেকে স্লোগান দিতে থাকে নৌকা মার্কায় ভোট দিন, রাজশাহীর উন্নয়নে নৌকার বিকল্প নেই, রাজশাহীর উন্নয়নের লিটন ভাই কে মেয়র হিসাবে নির্বাচিত করুন।
এদিকে, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর ৩০নং ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া ও বিনোদপুর বাজারে গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে ২৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। সেই প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। পিছিয়ে পড়া রাজশাহীর মানুষের ভাগ্যের কল্যাণে বাকি কাজগুলো করতে চাই।
পথসভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, সদস্য জহির উদ্দিন তেতু, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ঢাকা থেকে আগত জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় আসলাম শেখ, আবদুল গাফফার, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বৃষ্টি উপেক্ষা করে কাদিরগঞ্জ এলাকায় কাউন্সিলর প্রার্থী আব্দুল মোমিনের লাটিম মার্কায় হাজারো ভোটাররা মিছিল করেছেন শেষ বারের মতো। রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি রাসিক ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্রার্থী মোঃ আব্দুল মোমিন নেতৃত্বে বৃষ্টির দিনে ১৩ নং ওয়ার্ডের লাটিম মার্কার বিশাল নির্বাচনি প্রচার মিছিল বের করা হয়।
এদিকে নির্বাচনি পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে জনসংযোগে ব্যস্ত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি শনিবারও নগরীর সাহেববাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন।
এ সময় তিনি বলেন, বর্তমানে রাজশাহীতে এখন পর্যন্ত যে পরিবেশ বিদ্যমান আছে সেটা সন্তোষজনক। আর রাজশাহীতে অস্থিতিশীল পরিবেশ তৈরির মতো সম্ভাবনা দেখছি না। আশা করছি অত্যন্ত সুন্দর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।