বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে চোরাই চার্জার ভ্যান আটকে রেখে পাচার করলো আবুল বাহিনী

তানোরে চোরাই চার্জার ভ্যান আটকে রেখে পাচার করলো আবুল বাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে চোরাই মোটা চাকার চার্জার ভ্যান পাঁচদিন আটকে রাখার পর সেই ভ্যান পাচার করেছেন নাইট গার্ড তাহের ও আবুল বাহিনী বলে নিশ্চিত হওয়া গেছে।

গত শনিবার সন্ধ্যার দিকে পৌর সদর পালপাড়া মোড়ের উত্তরে মুল রাস্তার পশ্চিমে ও আবুলের বাড়ির সামনে ঘটে ঘটনাটি। এমনকি থানা প্রশাসনকে না জানিয়ে ভ্যানটি পাচার করে দেন উপজেলা ক্যাম্পাসে বসবাসরত আবুল ও তানোরপাড়া গ্রামের বাবুল নাইটগার্ড তাহের সহ তাদের লোকজন। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতারা ধাওয়া দিয়েও আটকাতে পারেনি। ফলে চোরাই ভ্যান পাচার চক্রকে আটকের দাবি তুলেছেন সচেতন মহল।

প্রত্যক্ষদর্শি ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজার এলাকার টাঙ্গন বড়াই পাড়া গ্রামের আলি নামের এক ব্যক্তির পাঁচদিন আগে মোটা চাকার চার্জার ভ্যান চুরি হয়। অনেক খোজাখুজি করে না পেয়ে আশা ছেড়ে দেন তিনি। কিন্তু পাঁচদিন ধরে পৌর সদর আবুলের বাড়ির সামনে চার্জার ভ্যানটি দেখে লোকজন। এঅবস্থায় ভ্যানে থাকা মোবাইল নম্বরে ফোন দেয় মালিককে। সাথে সাথে মালিকের লোকজন আসলে আবুল মোটা টাকার বিনিময়ে গাড়ীটি পুলিশকে না জানিয়ে মালিককে দিয়ে দেন।

গোল্লাপাড়া হাটের নাইট গার্ড তাহের বলেন, আমার বিয়াই মুন্তাজ, তার ভাতিজার গাড়ি চুরি হয়। তাদেরকে আবুল ডাকে। ডেকে ঘরে নিয়ে লেনদেনের কথা বলে। আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আত্মীয় হয় এজন্য কাউকে জানায়নি।

আপনি নাইট গার্ড পুলিশকে না জানিয়ে কিভাবে ছাড়লেন জানতে চাইলে তিনি এ কথার উত্তর দিতে পারেননি।
আবুল বলেন, ভ্যানের মালিক এসেছিল এজন্য দিয়ে দেওয়া হয়েছে। ভ্যান আপনার বাড়ির সামনে ছিল ব্যাটারি কিভাবে চুরি হল জানতে চাইলে কোন উত্তর দেননি তিনি।

স্থানীয়রা জানান, গত পাঁচদিন ধরে আবুলের বাড়ির সামনে মোটা চাকার চার্জার দেখা যায়। আমরা জানি আবুলের নিজের গাড়ি। কিন্তু সেটি চোরাই মোটা চাকার চার্জার ভ্যান দেখা যায়। কিন্তু শনিবার সন্ধ্যার দিকে আবুলের বাড়ির সামনে লোকজনকে দেখা যায়। সেখানে আবুল চোরাই ভ্যান পাচার করছেন। আমাদের তো মনে হয় আবুল চুরি করে এনেছে। শনিবার রাত থেকে আবুল পলাতক রয়েছেন।

মোটা চাকা চার্জার ভ্যানের মালিক মোহনপুর উপজেলা কামারপাড়া বাজার এলাকার টাঙ্গন বড়াই গ্রামে আলি জানান, পাচঁ দিন পর গাড়ী পেলেও পাচটি ব্যাটারি নিয়ে নিয়েছে। যার দাম নিম্মে ৭৫ হাজার টাকা। আমার সন্দেহ আবুল একাজ করেছেন বলে আমার ধারনা। তাছাড়া তার বাড়ির সামনে কেন গাড়ী থাকবে। গাড়ী দিল আর ব্যাটারি মেরে দিল।

থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা অজানা। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.