শনিবার | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁধ ধ্বংস: ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে মৃত্যু বেড়ে ২৯

বাঁধ ধ্বংস: ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে মৃত্যু বেড়ে ২৯

প্রবাহ ডেস্ক: বাঁধ ধ্বংসের পর খেরসনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দিনপ্রো নদীতে বাঁধ ধ্বংসের কারণে সৃষ্ট বন্যায় ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণ অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে পৌঁছেছে।

স্থানীয় রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনপ্রো নদীতে থাকা বাঁধটি গত ৬ জুন ধ্বংস করা হয়। এই বাঁধ ধ্বংসের জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করে আসছে।

খেরসনে রাশিয়া নিয়ন্ত্রিত সরকারের প্রধান আন্দ্রেই আলিসিয়েনকো বলেন, দুর্ভাগ্যজনকভাবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে পৌঁছেছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.