শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
কফিনের ভেতর নড়ে ওঠা সেই নারীর মৃত্যু

কফিনের ভেতর নড়ে ওঠা সেই নারীর মৃত্যু

প্রবাহ ডেস্ক: চলছিল শেষ বিদায়ের প্রস্তুতি; এমন সময় এক ‘মৃত’ নারীর কফিনের ভেতর থেকে ঠক ঠক শব্দ আসতে থাকে। যা শুনে আশপাশের সবাই হকচকিয়ে যান।

কফিন খুলে তারা দেখতে পান, মৃত অবস্থায় যাকে রাখা হয়েছিল, তিনি এখনো বেঁচে আছেন এবং শ্বাস নিচ্ছেন! এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

গত সপ্তাহে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ঘটে এমন চমকপ্রদ ঘটনা। তবে সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বেলা মন্তোয়া নামের ৭৬ বছর বয়সী বৃদ্ধাকে গত সপ্তাহে বেঁচে থাকা অবস্থাতেই মৃত ঘোষণা করেন এক চিকিৎসক। এরপর যখন তাকে সমাহিত করার প্রস্তুতি চলছিল তখনই কফিনের ভেতর থেকে শব্দ করতে থাকেন তিনি।

এর আগে দীর্ঘ ৯ ঘণ্টা কফিনের ভেতর ছিলেন বেলা। যখন তাকে বের করা হয় তখন দেখা যায়, দম বন্ধ হয়ে কষ্ট পাচ্ছিলেন তিনি।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বেলা মন্তোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রের ভেতর স্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেলা মন্তোয়া চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন। তবে তার কি হয়েছিল এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

হতভাগা ওই নারীর ছেলে জিলবার্তো বার্বারা জানিয়েছেন, সেদিন তার মায়ের সঙ্গে কি হয়েছিল সে ব্যাপারে এখনো তাদের বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিষয়টি এরকম থাকবে না।’

তিনি আরও জানিয়েছেন, তার পরিবার ইতোমধ্যে এ বিষয়ে অভিযোগ করেছে এবং দাবি জানিয়েছে, যে চিকিৎসক তার মাকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করেছিলেন তাকে যেন খুঁজে বের করা হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.